• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

খানসামায় ইনফিনিটি ক্লিনিক সিলগালা ও জরিমানা

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২  

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে ঝটিকা অভিযান চালিয়ে অবৈধ ইনফিনিটি ক্লিনিক ও কনসালটেশন সেন্টারকে সাময়িক সিলগালা ও ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সম্প্রতি ওই ক্লিনিকে ভুল চিকিৎসা ও কর্তব্যরত চিকিৎসক না থাকায় এক প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন জাতীয়, অনলাইন ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদটি উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের দৃষ্টিগোচর হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিলগালা ও জরিমানা করা হয়।

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান। এসময় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পাকেরহাটে অবস্থিত মমতাজ (প্রাঃ) ক্লিনিক ও কনসালটেন্ট সেন্টারসহ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বৈধভাবে পরিচালনার জন্য কাগজপত্র ঠিক করার জন্য এক মাসের সময় দেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান বলেন, অভিযান পরিচালনাকালে ইনফিনিটি ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও রোগী মৃত্যুর ঘটনায় সাময়িক সিলগালা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, অবৈধ ও অনিবন্ধিত এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –