• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বিরামপুরে স্ত্রীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলেন স্বামী    

প্রকাশিত: ২৯ মার্চ ২০২২  

দিনাজপুরের বিরামপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজিয়া সুলতান (৩৮) নামে এক গৃহবধূর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলেন স্বামী। অসুস্থ অবস্থায় ওই নারী দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় অভিযুক্ত স্বামী ইছহাক আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।গ্রেফতার ইছহাক আলী উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর বালুপাড়া এলাকার জোব্বার আলীর ছেলে।

মামলার সূত্রে জানা যায়, উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর এলাকায় ২৫ বছর আগে ইছহাক আলীর সঙ্গে বিয়ে হয় রাজিয়া সুলতানার। বিয়ের পর থেকেই স্বামী ইছহাক বিভিন্ন কারণে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন।

রোববার (২৭ মার্চ) দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় ইছহাক ক্ষিপ্ত হয়ে চুলার ওপর থাকা গরম পানি রাজিয়ার শরীরে ঢেলে দেন। এতে রাজিয়ার শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়। দ্রুত তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত  বলেন, গরম পানি দিয়ে ঝলসানো ঘটনায় ওই নারীর বাবা তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই রাতেই অভিযান চালিয়ে মামলার মূল আসামিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
কে/

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –