• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

খানসামায় বজ্রপাতে প্রাণ গেল দুজনের

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২  

দিনাজপুরের খানসামায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের হোসেনপুর ও আঙ্গারপাড়া ইউনিয়নে সুবর্ণখুলী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- হোসেনপুর গ্রামের ওসমান গনির ছেলে ৫০ বছর বয়সী শাহ আলম ও সুবর্ণখুলী গ্রামের ফজলুর রহমানের স্ত্রী ৪০ বছরের মাজেদা বেগম।

স্থানীয়দের বরাত দিয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সকালে বাড়ির আঙিনায় কাজ করছিলেন শাহ আলম। হঠাৎ বজ্রপাতে স্ত্রীসহ তিনি ঝলসে যান। স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে শাহ আলমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একই সময়ে বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আহত হন মাজেদা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় দুটি গরু ও একটি ছাগলও মারা গেছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –