• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বিরলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ মে ২০২২  

দিনাজপুরের বিরলে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাস্তবায়িত এফএফএস’র মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বিরল উপজেলার ৪ নম্বর শহরগ্রাম ইউপির গগনপুর আইপিএম কৃষক মাঠ স্কুলে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 

বিরল উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর এর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মঞ্জুরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক (কৃষি সম্প্রসারণ) ড. আবু সাঈদ মন্ডল, ৪ নম্বর শহরগ্রাম ইউপির চেয়ারম্যান ওয়াহেদ আলী প্রমুখ। 

মাঠ দিবসে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের কৃষি অনুষদের ৪র্থ সেমিস্টারের (লেভেল-২) এর ৩৬ জন শিক্ষার্থী এ বিষয় পরিদর্শন জন্য আসেন। এর মধ্যে নেপালের ৩ জন এবং সোমালিয়ার ১ জন শিক্ষার্থী ছিলেন। অনুষ্ঠান শেষে আইপিএম স্কুলের শিক্ষার্থীদের হাতে সনদ এবং ৩ জনকে পুরস্কৃত করা হয়। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –