• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

চাচার ট্রাক্টরের নিচে পড়ে প্রাণ গেলো ভাতিজার

প্রকাশিত: ২৪ মে ২০২২  

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া খনি এলাকায় জমি চাষ করার সময় ট্রাক্টরের নিচে পড়ে এক শিশুর (৯) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের বেলঘাট সুলতানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রাসেল বাবু। সে উপজেলার হরিরামপুর ইউনিয়নের বেলঘাট সুলতানপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের ছেলে।

পার্বতীপুর মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রফিকুল ইসলামের জমিতে তার ভাই আজিজুল ইসলাম ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় ভাতিজা রাসেল বাবু ট্রাক্টরে চড়ার বায়না ধরে। পরে তার চাচা তাকে ট্রাক্টরে তুলে নিয়ে জমি চাষ করছিলেন। চাষ করার এক পর্যায়ে ঝাঁকুনিতে ট্রাক্টরের নিচে পড়ে লোহার ফালে পেঁচিয়ে যায় শিশু রাসেল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –