• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৮ মে ২০২২  

দিনাজপুরের পুনর্ভবা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র ইফতি রহমানের (১৫) মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। শনিবার (২৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

এর আগে দুপুর ১২টার দিকে লালবাগ গোরস্তানের পাশে পুনর্ভবা নদীর পানিতে ডুবে যায় ইফতি। ইফতি লালবাগ এলাকার সাইফুর রহমানের ছেলে। সে দিনাজপুর চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র।

দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা মেহফুজ তানজির জানান, ইফতির নানা ইদ্রিস আলী লালবাগ সংলগ্ন একটি লিচু বাগানে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন। এসময় ইফতি নানার কাছে আসলে তিনি কাজে সহযোগিতার জন্য বলেন। কিন্তু সে নানার কথা না শুনে পুনর্ভব নদীতে গোসলে নেমে পড়ে। এক পর্যায়ে নদীতে সে তলিয়ে যায়। পরে রংপুর থেকে ডুবুরিদল এসে তাকে উদ্ধার করে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –