• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ঘোড়াঘাটে স্বামীকে পুলিশের হাতে তুলে দিলেন নির্যাতনের শিকার স্ত্রী

প্রকাশিত: ২ জুন ২০২২  

দিনাজপুরের ঘোড়াঘাটে চোলাই মদ খেয়ে স্ত্রী ও সন্তানদের মারধর করায় স্বামীকে পুলিশে তুলে দিলেন স্ত্রী। বুধবার (১ জুন) দুপুরে চোলাই মদ খেয়ে এসে সন্তানদের মারধর করায় স্ত্রী মনিকা হাঁসদা পুলিশকে খবর দিলে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি উপজেলার বিন্যাগাড়ী থামাকুপাড়া গ্রামের যোহর সরেনের ছেলে বিশ্বনাথ সরেন (৪৮)।

জানা গেছে, বুধবার (১ জুন) দুপুরে বিশ্বনাথ সরেনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম মাদক সেবন ও স্ত্রী সন্তানদের মারধর করার অপরাধে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসার কবির জানান, স্ত্রী ও সন্তানদের মারধর করে বাড়ি থেকে বের করে দেন সরেন। পরে স্ত্রী মনিকা হাঁসদা থানায় অভিযোগ করলে তাকে আটক করা হয়। এ সময় বিশ্বনাথ সরেনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক এ দণ্ড প্রদান করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –