• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

চিরিরবন্দরে হাটবাজারে চাঁই বিক্রির ধুম

প্রকাশিত: ৭ জুন ২০২২  

বৈশাখের শেষে এবং জ্যৈষ্ঠ মাসের শুরুতে চিরিরবন্দরে কাঙ্ক্ষিত বৃষ্টিপাত হওয়ায় নদীনালা ও নিচু জমিতে প্রয়োজনীয় পানি জমেছে। ফলে উপজেলার হাটবাজারগুলোতে মাছ ধরার চাঁই বিক্রির ধুম পড়ে গেছে।  

উপজেলার নশরতপুর, সাতনালা, আলোকডিহি, সাইতাড়া, বিন্যাকুড়ি, তেঁতুলিয়া, বাসুদেবপুর, বানিয়া খাড়ি, মর্ত্তমণ্ডল ও গছাহারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা মিলছে কাঙ্ক্ষিত চাঁই দিয়ে মাছ ধরার দৃশ্য।  

উপজেলার ভুষিরন্দর, বিন্যাকুড়ি, অকড়াবাড়ী, কারেন্টহাট, রাণীরবন্দর হাট ঘুরে দেখা গেছে মাছ ধরার চাঁই। পসরা সাজিয়ে বসে আছেন বাঁশের তৈরির কারিগররা। কারিগর পরিমল, বিষু ও দেবেন জানান, চাঁই তৈরির বাঁশ ক্রয় করে এ কাজে বাড়ির গৃহিণী থেকে শুরু করে ছেলেমেয়েরাও সহযোগিতা করে। 
 
রাণীরবন্দর হাটের চাই ব্যবসায়ী বিরেন্দ্র, লক্ষণ, গোড়া চন্দ্র, হেমন্দ্রের সঙ্গে কথা হলে তারা জানান, গত এক সপ্তাহ আগে চাঁই বিক্রি তেমন ছিল না। গত কয়েক দিনে চাঁই বিক্রি কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাঁশের দাম বেশি হওয়ায় চাঁই বিক্রিতে আগের মতো লাভ হয় না। তারা আরো জানান, খাল-বিলে পর্যাপ্ত পানি থাকলেও দেশি মাছের আকাল হওয়ায় চাঁই বিক্রি অনেকাংশে হ্রাস পেয়েছে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –