• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বিরলে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ২৪ জুন ২০২২  

দিনাজপুরের বিরলে গতকাল বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে বেলা ২টায় উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফছানা কাওছারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগর। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম। 

সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাওছার আহমেদ। 

এ সময় উপজেলার মোট ১০৩০ জন কৃষককে প্রণোদনা বীজ ও সার এর মধ্যে রোপা আমন বীজ ও সার ৮১০ জন কৃষক ও গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার ২০২০ জনকে প্রদান করা হয়। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –