• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলে আগুন, চালক দগ্ধ

প্রকাশিত: ৯ জুলাই ২০২২  

দিনাজপুরের বোচাগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে মোটরসাইকেলসহ একটি ব্যাটারিচালিত ইজিবাইক পুড়ে গেছে। এ ঘটনায় একজন মোটরসাইকেল চালক দগ্ধ হয়েছেন।

শনিবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার রেলগেট কাছে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ মোটরসাইকেল চালকের নাম অপু রায় (২৬)। তিনি বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়ার বাসিন্দা বাহিরু রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোচাগঞ্জ উপজেলার রেলগেট কাছে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল দুটিতে আগুন ধরে যায়। সেই আগুন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত ইজিবাইকে লেগে যায়। উপস্থিত লোকজন দ্রুত পানি, বালু দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেল চালক অপু রায় দগ্ধ হন।

খবর পেয়ে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আল আমিন গালিব জানান, মোটরসাইকেল চালক অপু রায়ের শরীর প্রায় ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিৎকিসা দিয়ে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –