• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

‘শেখ হাসিনা ছাড়া অন্য কেউ ক্ষমতায় থাকলে দেশ শ্মশানে পরিণত হতো’

প্রকাশিত: ২৪ জুলাই ২০২২  

‘শেখ হাসিনা ছাড়া অন্য কেউ ক্ষমতায় থাকলে দেশ শ্মশানে পরিণত হতো’     
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা ছাড়া আজ অন্য কেউ দেশ পরিচালনায় থাকলে এই দেশ বহু আগেই শ্মশানে পরিণত হতো।

গতকাল শনিবার (২৩ জুলাই) দিনাজপুরের বিরল উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আয়োজনে ইনডোর উপকেন্দ্রের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা গর্ববোধ করি বঙ্গবন্ধুর উত্তরাধিকার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা হচ্ছে। শেখ হাসিনা ছাড়া আজ অন্য কেউ দেশ পরিচালনায় থাকলে এ দেশ শ্মশানে পরিণত হতো। এ দেশে গৃহযুদ্ধ শুরু হতো। মানুষ মানুষকে হত্যা করতো, যেটা আজ আমেরিকায় শুরু হয়ে গেছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, দেশে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, দেশে সাংবিধানিক সরকার ব্যবস্থা চালু হয়েছে, আমরা ক্ষুধা ও দরিদ্রতাকে জয় করেছি, মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি, শতভাগ বিদ্যুৎ পেয়েছি, মানুষ খেয়ে পরে বেঁচে আছে, দেশের মানুষের মৌলিক সমস্যার সমাধান হয়েছে। এই দেশের যা কিছু অর্জন তার সব কিছু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের আমলে এক দিন বিদ্যুৎ গেলে তিন দিনেও ফিরে আসত না। বিদ্যুতের খাম্বা তারেক জিয়া লুটেপুটে খেয়েছিল। প্রতিনিয়ত তাদের দলের নেতার মিথ্যাচার করছে। তারা অন্ধ হয়ে গেছে। সরকাররে উন্নয়নগুলো তাদের চোখে পড়ে না। খালি সরকারের সমালোচনা নিয়ে ব্যস্ত।

প্রতিমন্ত্রী বলেন, রাশিয়ার ও ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানির মজুত অপ্রতুল হওয়ায় বিদ্যুতের সাময়িক সমস্যা হচ্ছে। খুব দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে পৃথিবীর অনেক দেশ ঝুঁকির মধ্যে আছে।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –