• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুর আকরিক লৌহ খনির উন্নয়নে পদক্ষেপ নিচ্ছে সরকার

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২  

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় প্রথমবারের মতো আবিষ্কৃত লৌহ আকরিক খনির উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রক্রিয়ার অংশ হিসেবে জার্মান কোম্পানি ডিএমটি কনসাল্টিং লিমিটেড শিগগিরই লৌহ আকরিক মজুদের উপর প্রাথমিক সমীক্ষা শুরু করবে।  

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ করপোরেশনের (পেট্রোবাংলা) অধীনস্ত বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) সোমবার (২৫ জুলাই) ডিএমটি কনসাল্টিং লিমিটেডের সঙ্গে এ লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসানের সভাপতিত্বে পেট্র্রোবাংলা সভা কক্ষে এক অনুষ্ঠানে বিসিএমসিএলের সচিব উম্মে তাজমেরি সেলিনা আক্তার এবং ডিএমটি কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ভাসিলিস রুবোস এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বিসিএমসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাইফুল ইসলাম সরকার ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় ৬ বর্গকিলোমিটার এলাকাজুড়ে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালিত হবে। এই সমীক্ষা প্রতিবেদনের উপর ভিত্তি করে, আকরিক লৌহের মজুদ যথেষ্ট এবং অর্থনৈতিকভাবে লাভজনক দেখা গেলে, খননের জন্য পরে একটি বিষদ সম্ভাব্যতা সমীক্ষা পরিচালিত হবে।

এর আগে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট এলাকায় লৌহ সমৃদ্ধ শিলাখনির সন্ধান পায় জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ (জিএসবি)। ধারণা করা হয়, ৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই খনিতে ৬২৫ মিলিয়ন টন আকরিক লৌহের মজুদ রয়েছে। ৪২৬ থেকে ৫৪৮ মিটার গভীরতায় খনিতে পাওয়া আকরিক লৌহ সমৃদ্ধ শিলার স্তরে ৫০ শতাংশ আকরিক লৌহ রয়েছে। এই শিলা স্তরগুলো গড়পড়তায় ৬৮ মিটার পুরু।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –