• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে করোনায় একজনের মৃত্যু

প্রকাশিত: ১ আগস্ট ২০২২  

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। করোনা শনাক্তের হার শূন্য শতাংশ। জেলায় করোনায় মোট মারা গেছেন ৩০০ জন।

সোমবার (০১ আগস্ট) সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা.এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৯৭৯ জনের। বর্তমানে সক্রিয় করোনা রোগী ৮২ জন। এক দিনে সুস্থ হয়েছেন সাতজন। মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯৭ জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে একজন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৪ জন। জেলায় মোট নুমনা সংগ্রহ করা হয়েছে ১ লাখ ২ হাজার ৫৮৬টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৮ হাজার ১১৩টি। হোম আইসোলেশনে রয়েছেন ৮২ জন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –