• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

কাপড় শুকানোর তারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো গৃহবধূর

প্রকাশিত: ৪ আগস্ট ২০২২  

দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে আফসানা রিমি (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলার ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফসানা রিমি ওই এলাকার আব্দুর রহিমের স্ত্রী।

নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেশীরা জানান, সকালে বাড়ির পাশে সন্তানের কাপড় পরিষ্কার করে ভেজা কাপড় তারে শুকাতে দিচ্ছিলেন। এসময় কাপড় শুকানোর তারটি বিদ্যুতায়িত হয়ে রিমি আটকা পড়েন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে লাইন বন্ধ করে দেন। পরে রিমিকে গুরুতর অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –