• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু  

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২  

খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু                   
দিনাজপুরের খানসামায় বিদ্যুৎস্পৃষ্টে মুক্তা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালাপাড়া গ্রামের ডোমটারী আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মনতাজুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনতাজুল পেশায় একজন ইজি বাইকচালক।

রবিবার দুপুরে তাদের শয়নকক্ষের পাশে অটোরিকশা চার্জে দেন মনতাজুল। এ সময় গৃহবধূ মুক্তা টিউবওয়েলে পানি আনতে গেলে ইজি বাইকের লোহায় বিদ্যুৎস্পর্শ  হন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. শামসুদ্দোহা মুকুল।  

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –