• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় শ্বশুর নিহত, গুরুতর আহত জামাতা  

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২  

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় শ্বশুর নিহত, গুরুতর আহত জামাতা               
দিনাজপুর সদরের কাঞ্চন ব্রিজের উপর ট্রাকের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক সোলায়মান নিহত হয়েছে। এ ঘটনায় তার মেয়ে জামাতা আনিসুর গুরুতর আহত হয়েছেন।

শনিবার ভোর ৬টার দিকে দিনাজপুর-বিরল আঞ্চলিক সড়কের দিনাজপুর সদরের কাঞ্চন ব্রিজের উপর এ ঘটনা ঘটে। 

নিহত ভ্যানচালক সোলায়মান (৬৫) দিনাজপুরের বিরল উপজেলার মাধববাটি গ্রামের মানিক হোসেনের ছেলে।
গুরুতর আহত জামাতা আনিসুর হমান (৪৫) দিনাজপুর সদরের উচার মোড় এলাকার লালচাঁন মিয়ার ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে কোতয়ালি থানার এসআই জাহিদ জানান, শনিবার ভোরে জামাতা আনিসুরকে সাথে নিয়ে নিজের ভ্যান চালিয়ে বিরলের মাধববাটি গ্রাম থেকে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিলেন শ্বশুর সোলায়মান। কাঞ্চন ব্রীজে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন শ্বশুর। 

এসময় গুরুতর আহত জামাতাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে নেয়া হয়। স্থানীয়দের ধাওয়া খেয়ে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও পরবর্তীতে পুলিশ ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি থানার ওসি (তদন্ত) গোলাম মওলা শাহ্ জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –