• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

রামসাগরে বড়শিতে ধরা পড়লো ৩০ কেজির বিগহেড

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২  

দিনাজপুরের রামসাগরে বড়শিতে ৩০ কেজি ওজনের বিগহেড (কার্প) মাছ ও ২৫ কেজি ওজনের একটি কচ্ছপ ধরা পড়েছে। শনিবার দুপুর ২টার দিকে রামসাগরে শিকারির হুইল বড়শিতে মাছ ও কচ্ছপটি ধরা পড়ে। পরে কচ্ছপটিকে রামসাগরে অবমুক্ত করা হয়।

রামসাগর জাতীয় উদ্যানের কেয়ারটেকার বাবুল হোসেন জানান, করোনার কারণে গত দুই বছর রামসাগরে মাছ ধরার টিকিট দেওয়া হয়নি। শুক্রবার প্রথম টিকিট দেওয়া হয়। একটি টিকিটের মূল্য তিন হাজার টাকা। এ টিকিট দিয়ে শুক্রবার ও শনিবার দুদিন শিকারিরা বড়শি দিয়ে মাছ শিকার করেন।

প্রথম দিনে প্রায় ২০০ টিকিট বিক্রি হয়। শৌখিন মৎস্য শিকারিরা রামসাগর জাতীয় উদ্যানে মৎস্য শিকারে মেতে ওঠেন। শিকারিদের বড়শিতে মাছও বেশ ধরা পড়ে। কেউ পাঁচ কেজি, কেউ ১০ আবার কেউ ১৬ কেজি ওজনের মাছ পেয়েছেন। তবে সবচেয়ে বড় মাছ পেয়েছেন চার মৎস্য শিকারি। একটি ৩০ কেজি ওজনের বিগহেড তাদের বড়শিতে ধরা পড়ে।

শেখ আরমান, আমিনুল ইসলাম, আব্দুল্লাহ এবং আবুবক্কর সিদ্দিক শান্ত নামের চারজন মিলে তিন হাজার টাকা দিয়ে যৌথভাবে একটি টিকিট কেটেছিলেন। তাদের সবার বাড়ি দিনাজপুর শহরের উপশহরে।

বড় মাছটি উপশহর এলাকায় নিয়ে আসা হলে একনজর দেখতে শত শত মানুষ ভিড় জমান। ৩০ কেজি ওজনের মাছটি কাটার জন্য ডাক পান মহল্লার মাছ ব্যবসায়ী নাজমুল ইসলাম। তিনি বলেন, আমি জীবনে এত বড় মাছ কাটিনি। এই প্রথম ৩০ কেজি ওজনের বিগহেড কাটছি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –