• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে শ্রমিককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২  

দিনাজপুর বীরগঞ্জে অমল দেবনাথ নামে এক হোটেল শ্রমিককে কাস্তে দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা। পরে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া শালবন চাউলিয়া গ্রামের একটি বেগুন ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত অমল দেবনাথ বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের ধীরেন দেবনাথের ছেলে। অমল পেশায় একজন হোটেল শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে অমল দেবনাথ ছাগলের জন্য বাড়ির পাশের সিংড়া শালবন চাউলিয়া গ্রামের এক ক্ষেতে কাস্তে দিয়ে ঘাস কাটতে যান। সেখানে অনেকে মাদক সেবন করছিলেন। মাদক সেবনকারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনার জেরেই অমল কাস্তে দিয়ে তাকে কুপিয়ে হত্যা করতে পারে বলে অনেকের ধারণা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অমল দেবনাথের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –