• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বিরল পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত নৌকার প্রার্থী

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২  

বিরল পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত নৌকার প্রার্থী           
দিনাজপুরের বিরল পৌরসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা মার্কার প্রার্থী বর্তমান মেয়র সবুজার সিদ্দিক সাগর। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিরল উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কুদ্দুস সরকার।

তিনি জানান, মেয়র পদে তিনজন প্রার্থীর মধ্যে ১০ ডিসেম্বর বিকাল ৪টায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মামনুর রশীদ রাজু ও রেজাউল ইসলাম বাদশা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবুজার সিদ্দিক সাগর মেয়র নির্বাচিত হয়েছেন।

এছাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাইদুর রহমান শামীম তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। একই সাথে ভান্ডারা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে তরিকুল হক তার প্রার্থিতা প্রত্যাহার করেন।
বিরল উপজেলার বিরল পৌরসভা, রাজারামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন ও ভান্ডারা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –