• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বিজিবি দিবসে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২  

বিজিবি দিবসে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার                  
বিজিবি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকাল ১১টায় হিলি সীমান্তের ২৮৫নম্বর মেইন পিলারের ১১নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিএসএফকে মিষ্টি উপহার দেয় বিজিবি।  

ভারতের হিলি বিএসএফের চেকপোস্ট কমান্ডার সুশীল কুমারের হাতে বিজিবির হিলি আইসিপি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব রহমান ৬ প্যাকেট মিষ্টি তুলে দেন। এ সময় সেখানে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মাহবুব রহমান বলেন, আজ বিজিবি দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –