• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হিলি স্থলবন্দরে বন্ধ আমদানি-রফতানি

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২  

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বন্ধ রয়েছে আমদানি-রফতানি। সেইসঙ্গে বন্ধ রয়েছে বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানামাসহ সব প্রকার কার্যক্রমও। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম।

সোমবার সকাল থেকে আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হবে।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব ক্রিসমাস ডে উদযাপিত হচ্ছে। বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের সিদ্ধান্তে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছে। 

হিলি ইমিগ্রেশনের ওসি বদিউজ্জামান বলেন, বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রফতানি। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –