• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঘন কুয়াশায় বাস উল্টে জমিতে, আহত ৪

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩  

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ঘন কুয়াশায় যাত্রীবাহী বাস উল্টে চারজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দিঘীরত্না সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নবাবগঞ্জ, বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নবাবগঞ্জ থানার এসআই ফিরোজ সরকার বলেন, শুক্রবার রাতে নিউ পিংকি স্পেশাল পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাখালী থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার উদ্দেশে রওনা হয়। শনিবার সকালে উপজেলার দিঘীরত্না এলাকায় পৌঁছলে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের জমিতে উল্টে পড়ে। এতে চারজন আহত হয়েছেন। এ সময় আহতদের উদ্ধার করে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –