• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে তেভাগা দিবসের আলোচনা সভা

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৩  

দিনাজপুরে তেভাগা দিবসের আলোচনা সভা                                   
“তেভাগার চেতনা ভুলিনাই-ভুলবনা”-এই স্লোগানকে সামনে রেখে ঐতিহাসিক তেভাগা দিবস পালনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে তেভাগা পরিষদ দিনাজপুর এর আয়োজনে ঐতিহাসিক তেভাগা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে চিরিরবন্দর উপজেলার তালপুকুর-বাজিতপুর তেভাগা স্মৃতিসৌধে পুষ্প অর্পণ প্রদান করা হয়।

আলোচনা শেষে ভৈরবীর পরিবেশনায় ও সাধারণ সম্পাদক রহমতুল্লাহ এর পরিচালনায় তেভাগার উপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

তেভাগা পরিষদ দিনাজপুরের আহবায়ক আবুল কালাম আজদের সভাপতিত্বে মূখ্য আলোচ্যক ছিলেন বীরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও গবেষক ড. মাসুদুল হক, কমিউনিষ্ট পার্টি দিনাজপুরের সাবেক সভাপতি আলতাব হোসাইন, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, ওয়াকার্স পার্টি দিনাজপুরের সাধারণ সম্পাদক কমরেড হবিবুর রহমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদুল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, স্বাগত বক্তব্য রাখেন তেভাগা পরিষদের সদস্য সচিব এ্যাডঃ মোঃ রেয়াজুল ইসলাম রাজু প্রমুখ। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –