• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঘোড়াঘাটে আখের সঙ্গে গাঁজা চাষ: গ্রেফতার-১

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩  

ঘোড়াঘাটে আখের সঙ্গে গাঁজা চাষ: গ্রেফতার-১                               
দিনাজপুরের ঘোড়াঘাটে ৮ ফুট লম্বা গাঁজার গাছসহ আব্দুস সাত্তার নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাত্তার উপজেলার কানাগাড়ী-হরিপাড়া গ্রামের মৃত চান মিয়া সওদাগরের ছেলে।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, বাড়ির পাশে আখের ক্ষেতের ভেতরে গাঁজা চাষ করেছিলেন আব্দুস সাত্তার। এমন খবরে অভিযান চালিয়ে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাছটি ৮ ফুট লম্বা। যার ওজন ২ কেজি ৩০০ গ্রাম। একইসঙ্গে তাকেও গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, আব্দুস সাত্তারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –