• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বিরলে ক্ষুদ্র ব্যবসায়ী খুনের ঘটনায় থানায় মামলা

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

বিরলে ক্ষুদ্র ব্যবসায়ী খুনের ঘটনায় থানায় মামলা                             
দিনাজপুরের বিরলে ক্ষুদ্র ব্যবসায়ী রফিকুল ইসলাম বাবু খুনের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। শুক্রবার নিহতের ছেলে আরিফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি দায়ের করেন। তবে খুনের ঘটনার দুইদিন পার হলেও পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন কিংবা জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা জানান, ক্ষুদ্র ব্যবসায়ী রফিকুল ইসলাম বাবু নৃশংসভাবে খুনের ঘটনায় তার বড় ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সংশ্লিষ্ট ধারায় মামলা করেছে। খুনের রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

রফিকুল ইসলাম বাবু গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে কাঁঠালতলী বাজার থেকে সাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় তিনি নৃশংসভাবে খুনের শিকার হন। খুনিরা খুন করে রাস্তার পাশে একটি আলু ক্ষেতে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়।

নিহত রফিকুল ইসলাম বাবু বিরলের আজিমপুর ইউপির উত্তর বড় গোবিন্দপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি স্থানীয় হাট-বাজারে আলুর ক্ষুদ্র ব্যবসা করতেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –