• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

হিলিতে নোংরা পরিবেশে সেমাই তৈরি, ৪ কারখানাকে জরিমানা

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৩  

 
বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির অপরাধে দিনাজপুরের হিলিতে চারটি কারখানাকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে হিলির ডাঙ্গাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

তিনি বলেন, অনুমোদনহীন ও কেমিক্যাল রঙ মিশিয়ে সেমাই তৈরি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে হিলির ডাঙ্গাপাড়া এলাকায় হাবিব কারখানা, ডাঙ্গাপাড়া ঐতিহাসিক কারখানা এবং আলী ফুড অ্যান্ড লাচ্ছা সেমাই কারখানাসহ চারটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় বেশিরভাগ কারখানার শ্রমিক এপ্রোন ও ক্যাপ ছাড়া মাটির ঘরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মমতাজ বেগম আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান থাকলে তাদের কারখানা বন্ধ করাসহ অন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –