• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ১ মে ২০২৩  

দিনাজপুরের চিরিরবন্দরে বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি গাভীসহ আব্দুল জব্বার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চিরিরবন্দরের ভিয়াইল ইউপির জয়পুর গ্রামে জুলফিকার হোসেন দুলুর বৈদ্যুতিক সেচ পাম্পের ঘরের পাশে এ ঘটনাটি ঘটেছে। নিহত আব্দুল জব্বার(৬০) চিরিরবন্দরের ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামের পূর্বপাড়ার ঝাড়ু ফকিরের ছেলে।

স্থানীয়রা জানায়, জয়পুর গ্রামের পূর্বপাড়ার বৃদ্ধ আব্দুল জব্বার তার গাভীকে ঘাস খাওয়ানোর জন্য ওই বিদ্যুৎ চালিত সেচ পাম্পের ঘরের পাশে গেলে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সাথে গরুটির স্পর্শ  হয়। এসময় বৃদ্ধ আব্দুল জব্বার গরুটিকে বাঁচাতে চেষ্টা করলে তিনি নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গরুসহ তার মৃত্যু হয়।
 
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, চিরিরবন্দর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. আব্দুর কাদের ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মৃতের দাফন কার্য সম্পন্ন করার জন্য ত্রাণ ও পুণর্বাসন দপ্তরের মাধ্যমে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –