• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হিলিতে ধান সংগ্রহে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

প্রকাশিত: ১৫ মে ২০২৩  

দিনাজপুরের হিলিতে চলতি মৌসুমে সরাসরি কৃষকদের নিকট থেকে অভ্যন্তরীণ বোরো ধান ও গম সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। 

সোমবার (১৫ মে) দুপুর ১২টায় হাকিমপুর উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার রুমে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়। 

উপজেলার ১২ হাজার ৩৩ জন কৃষি কার্ডধারী কৃষকের মধ্যে থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ৩২২ জন কৃষককে নির্বাচিত করা হয়। তবে গম সংগ্রহের জন্য কোনো কৃষককে নির্বাচিত করা হয়নি। তা উন্মুক্ত রাখা হয়েছে কোনো কৃষক চাইলেই খাদ্যগুদামে গম সরবরাহ করতে পারবেন। চলতি মৌসুমে উপজেলায় ৩০ টাকা কেজি দরে ৬৪৪ টন ধান ও ৩৫ টাকা কেজি দরে ২৪ টন গম সংগ্রহ করা হবে। গত ৭ মে এক কৃষকের নিকট থেকে ১ টন ধান ক্রয়ের মধ্য দিয়ে চলতি মৌসুমের ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, পারুল নাহার, কৃষি অফিসার আরজেনা বেগম, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন, হিলি এলএসডি গুদাম কর্মকর্তা জোসেফ হাসদা, এসআই খলিলুর রহমানসহ অনেকে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –