• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

আবারও হাকিমপুরের মেয়র আ’লীগ প্রার্থী জামিল

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২১  

দিনাজপুরের হাকিমপুর পৌরসভার নির্বাচনে দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জামিল হোসেন চলন্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকের সাখোয়াত হোসেন শিল্পী।

শনিবার রাতে হাকিমপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক এই ফলাফল ঘোষণা করেন। এসময় পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোমিনুল ইসলাম, হাকিমপুর পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার সফিকুর রহমান উপস্থিত ছিলেন।

তিনি জানান, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত (নৌকা) পেয়েছেন ১০ হাজার ৯'শ ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী (ধানের শীষ) ৪ হাজার ৯'শ ৩৭ ভোট পেয়েছেন।

নির্বাচনে অপর ২ প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিশর উদ্দিন সুজন (নারিকেল গাছ) ৩'শ ১০ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সুরুজ আলী ২'শ ৩০ ভোট পেয়েছেন।

এবার হাকিমপুর পৌরসভায় ২১ হাজার ৬৩১ জন ভোটারের মধ্যে ১৬হাজার ৪৬৮ জন ভোটার ভোট প্রয়োগ করেছেন। মোট ৭৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –