• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুরু হয়েছে শজনে আমদানি

প্রকাশিত: ৬ মার্চ ২০২১  

দেশের বাজারে চাহিদা থাকায় দীর্ঘদিন পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুরু হয়েছে শজনে আমদানি। শনিবার দুপুরে শজনেবোঝাই একটি মিনি পিকআপ ভারত থেকে হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। ঢাকা থেকে শজনে কিনতে আসা এক পাইকার জানান, ঢাকার বাজারে আমদানিকৃত শজনের চাহিদা রয়েছে। এখন যেহেতু অফসিজন, তাই দাম একটু বেশি। ঢাকার বাজারে প্রতি কেজি শজনে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। তবে নতুন শজনে ওঠা শুরু হলে দাম অনেকটা কমে আসবে।

শজনে আমদানিকারক প্রতিষ্ঠান হিলির মেসার্স খান ট্রেডাসের প্রতিনিধি মাহবুব আলম জানান, দেশের বাজারে এখনো শজনে ওঠেনি। যার কারণে আমদানিকৃত শজনের ব্যাপক চাহিদা রয়েছে। তিনি আরো জানান, প্রতি কেজি শজনে ১৫ টাকা শুল্ক দিয়ে আমদানি করা হচ্ছে। আর আমদানিকৃত এসব শজনে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শজনে আমদানি হয়েছে। একটি মিনি পিকআপে ২ হাজার ৭৬০ কেজি শজনে আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –