• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

আমদানি কমের অজুহাতে হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম

প্রকাশিত: ২১ আগস্ট ২০২১  

আমদানি কমে যাওয়ার অজুহাতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারি ও খুচরা বাজারে হঠাৎ বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম। প্রকারভেদে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ৬ থেকে ৭ টাকা। হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পাইকার ও সাধারণ ক্রেতারা।

শনিবার (২১ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারে আমদানি করা পেঁয়াজের সরবরাহ কম। তাই পেঁয়াজের দাম কেজিতে ৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩২ টাকা দরে। দুই দিন আগেও ৩২ টাকার পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ টাকা দরে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল জানান, বন্দরে পেঁয়াজের সরবরাহ নেই। সেখান থেকে আমরা বেশি দামে পেঁয়াজ কিনছি। বাজারেও বেশি দামে বিক্রি করছি। এখানে আমাদের দাম বাড়ানোর সুযোগ নেই।

হিলি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার আইয়ুব আলী জানান, আমদানি কমের অজুহাতে দাম বেড়েছে। হঠাৎ দাম বাড়ার কারণে আমাদের পেঁয়াজ কিনতে সমস্যা হচ্ছে। আড়ৎগুলোতে কালই কম দামে পেঁয়াজ পাঠিয়েছি। আজ আবার দাম বেড়েছে, বিভ্রান্তিতে পড়ে যাই আমরা।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মো. বাবু হোসেন জানান, ভারতে পেঁয়াজের দাম বাড়ার কারণে আমরা ব্যবসায়ীরা পেঁয়াজের আমদানি কমিয়ে দিয়েছি। চাহিদার তুলনায় আমদানি কম হলে দাম একটু বেড়ে যায়।

হিলি কাস্টমসের তথ্যমতে, গেল কয়েকদিন হিলি বন্দর দিয়ে ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও শুক্রবার মাত্র আট ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। যার পরিমাণ ২০০ মেট্রিক টন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –