• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ইউএনও’র ওপর হামলা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রবিউল’র

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০  

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মালি রবিউল ইসলাম।

দ্বিতীয় দফায় তিনদিনের রিমান্ড শেষে রোববার দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে এ জবানবন্দি দেন তিনি।

জবানবন্দি রবিউল ইসলাম জানান, ক্ষোভ থেকে একাই এ ঘটনা ঘটিয়েছেন এবং তিনিই একমাত্র হামলার পরিকল্পানাকারী। এর আগে সকাল ১০টায় তাকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইমাম জাফর জানান, রবিউলকে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে হাজির করা হয়। আদালতে ইউএনওর ওপর হামলার দোষ স্বীকার করেছেন রবিউল। ১৬৪ ধারায় দেয়া সেই জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ছয়দিনের রিমান্ড শেষে রবিউলকে আদালতে হাজির করে ফের তিনদিনের রিমান্ডে নেয় ডিবি।

ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এরমধ্যে রবিউল ছাড়া বাকিরা কারাগারে রয়েছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –