• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ইউএনওর ওপর হামলা: প্রধান আসামি আসাদুল হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২০  

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি আসাদুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

অসুস্থ বোধ করায় শুক্রবার সন্ধ্যায় তাকে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলার ১ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে র‌্যাব-১৩ রংপুর। সেখানে তাকে র‌্যাবের প্রহরায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে মামলার প্রধান এ অভিযুক্তকে।

শনিবার বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, আসাদুলের শ্বাসকষ্ট দেখা দিলে শুক্রবার সন্ধ্যায় র‌্যাব সদস্যরা তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এরপর তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। করোনা সন্দেহে তার নমুনা সংগহ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে। হত্যার উদ্দেশ্যে তারা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

পরে সকালে আহত বাবা-মেয়েকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ইউএনও ওয়াহিদাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। তিনি এখন ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –