• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ইজিবাইকে যৌন উত্তেজক পানীয় পাচার, যুবকের কারাদণ্ড

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২২  

রমজান মাসে ভেজাল পণ্য বিরোধী অভিযানে দিনাজপুরের বিরামপুর উপজেলার একটি বাজারে ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৩শ বোতল যৌন উত্তেজক সিরাপ রাখার অপরাধে মহব্বত সরদার (৩৫) নামের এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুর ১২টায় উপজেলার হাবিবপুর বাজারের ৩শ গজ পশ্চিমে হাবিবপুর-কেটরা পাকারাস্তা উপরে অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

দণ্ডপ্রাপ্ত মহব্বত সরদার উপজেলা জোতবানী ইউনিয়নের ধনসা গ্রামের রুহল আমিন সরদার ছেলে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, রবিবার দুপুরে উপজেলার বাজারগুলোতে ভেজাল বিরোধী অভিযানের সময় হাবিবপুর বাজারের অদূরে পাকারাস্তার উপরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সহযোগিতায় একটি ইজিবাইক থামানো হয়। এসময় ইজিবাইকের সিটে দুটি বস্তায় রাখা ৩শ বোতল যৌন উত্তেজক সিরাপসহ সিরাপের মালিক মহব্বত সরকারকে আটক করা হয়। পরে সেখানেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মহব্বত সরকারকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –