• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ইটভাটার লাইসেন্স নেই, মালিককে অর্ধলাখ জরিমানা

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

দিনাজপুরের হিলিতে লাইসেন্স না থাকায় ‘মেসার্স আইপি ব্রিকস’ নামের একটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) বিকেল ৩টায় পৌর শহরের জালালপুর গ্রামে অবস্থিত ওই ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-এ-আলম।

অভিযানে স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভাটার চুল্লিতে থাকা আগুন পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয় এবং ইট নষ্ট করা হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-এ-আলম বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সারাদেশেই অবৈধ ইটভাটায় অভিযান চলমান। এ ধরনের অভিযান থাকবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –