• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ইন্টারনেট ছাড়া স্বাভাবিক জীবনযাপন অসম্ভব: আইসিটি প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২২ মে ২০২৩  

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, তথ্যপ্রযুক্তির এই যুগে এসে ইন্টারনেট ছাড়া স্বাভাবিক জীবনযাপন অসম্ভব। টেকসই উন্নয়নে ইনফো সরকার-৩ প্রকল্প সবক্ষেত্রে শতভাগ সফল হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে সরকারের খরচ হয়েছে এক হাজার ২০০ কোটি টাকা। মোট ২০ হাজার কিলোমিটার ফাইবার টানা হয়েছে। এর মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও বিনোদনসেবা চলছে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সামিট কমিউনিকেশনস লিমিটেড ও ফাইবার অ্যাট হোম লিমিটেডের সঙ্গে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পিপিপি চুক্তি সই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির ভিত্তি রচনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু সেই কাজ শেষ করতে পারেননি। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়নে নেটওয়ার্ক স্থাপনে ইনফো সরকার-৩ প্রকল্প গ্রহণ করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ প্রকল্পের অধীনে মাত্র এক হাজার ইউনিয়নের খরচে দুই হাজার ৬০০ ইউনিয়নে নেটওয়ার্ক স্থাপন করা সম্ভব হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব নাবিদ শফিউল্লাহ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী, পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. মুশফিকুর রহমান, ইনফো-সরকার (তৃতীয় পর্যায়) প্রকল্পের পরিচালক প্রনব কুমার সাহা প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –