• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে সেতাবগঞ্জ পৌরসভায়

প্রকাশিত: ২১ জুন ২০২১  

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার  সেতাবগঞ্জ পৌরসভা  নির্বাচনে ইভএমএ পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। আজ সোমবার (২১ জুন) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। ভোটগ্রহণের শুরুতেই ১০টি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে।

সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  গিয়ে দেখা যায় ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন। ৩ নম্বর কেন্দ্রে মোট পুরুষ ভোটার সংখ্যা ১৫৮০।

ভোটাররা জানান, প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে  ভোট দিয়ে তাঁরা স্বাচ্ছন্দ বোধ করছেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেও তারা আনন্দিত।

প্রায় ১১ বছর পর এই পৌরসভায় আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মেয়র পদে ১ জন নারীসহ ৫ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সেতাবগঞ্জ পৌরসভার মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৩৫৮ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৩২৬ এবং নারী ভোটার ১১ হাজাার ৩২ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১০টি, বুথ ৭৪টি।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০টি কেন্দ্রে ৯ জন ম্যাজিস্ট্রেট, ১০ জন প্রিসাইডিং অফিসারসহ ২৩২ জন নিবাচনী কর্মকর্তা ভোটগ্রহণ কাজে নিয়োজিত।

২০১১ সালের ১২ জানুয়ারি সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর সীমানা জটিলতার কারণে আর নির্বাচন হয়নি। প্রায় ১১ বছর পর ষষ্ঠ ধাপে আজ ইভিএম পদ্ধতিতে এই পৌরসভায় ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ, র‍্যাবের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

নির্বাচনে মেয়র পদে লড়ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মো. আসলাম, স্বতন্ত্র  প্রার্থী নারকেল গাছ প্রতীক নিয়ে মো. হাবিবুর রহমান দুলাল, স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীক নিয়ে মো. নাহিদ বাসার চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী হাতুড়ি প্রতীক নিয়ে কমরেড রশিদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মোাবইল প্রতীক নিয়ে নাজমুন নাহার মুক্তি। জাতীয় প্রতীক নিয়ে মেয়র পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌরসভার ৩ নম্বর কেন্দ্র দায়িত্ব থাকা প্রিসাইডিং অফিসার নাহিদ হোসেন বলেন, উংসবমুখর পরিবেশে ভোটারদের আগ্রহ নিয়ে ভোট প্রদান করতে দেখা গেছে।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ছন্দা পাল বলেন, 'সেতাবগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটাররা যাতে স্বাস্থ্যবিধি মেনে ভোট দিতে পারেন সেদিকে খেয়াল রাখছি আমরা। এই পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের মধ্যে আগ্রহ রয়েছে।' 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –