• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ইরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০  

মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের প্রতি বিদ্বেষী নীতি বাস্তবায়নের অংশ হিসেবে ইরানের বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট চার প্রতিষ্ঠান ও দুই ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বৃহস্পতিবার ওই মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের ‘কাতসা’ আইন (নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকার শত্রুদের প্রতিহত করা) প্রয়োগ করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় হাস্যকর দাবি করে বলেছে, ওই চার প্রতিষ্ঠান ও দুই ব্যক্তি মানবাধিকার লঙ্ঘন করার কারণে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ওই বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টা আগে মার্কিন সরকারের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি এলিয়ট অ্যাবরামস ইরানে খুনের দায়ে ফাঁসি হওয়া এক যুবকের পক্ষ অবলম্বন করে বক্তব্য রাখেন।

ওই যুবকের বিরুদ্ধে আরেক যুবককে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পর তাকে ফাঁসি দেয়া হয়। কিন্তু অ্যাবরামস বলেন, ওই ফাঁসির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তার এ ঘোষণার পর মার্কিন অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।

মার্কিন সরকার বিশ্বের স্বাধীনচেতা ও সাম্রাজ্যবাদবিরোধী দেশগুলোকে চাপে রাখতে মানবাধিকারকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –