• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঈদের আনন্দে বিরামপুর সীমান্তে নারী ফুটবলারদের চমক

প্রকাশিত: ৫ মে ২০২২  

ঈদের আনন্দকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিতে দিনাজপুরের বিরামপুর সীমান্তে উত্তরবঙ্গের খ্যাতিমান ও জাতীয় দলের নারী ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট। সীমান্ত এলাকায় যুবকদের মাদকের ছোবল থেকে দূরে রাখার প্রয়াসে এ খেলার আয়োজন করেছেন আয়োজকরা।

গতকাল বুধবার (৪ মে) বিকেলে উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাটলা খেলোয়াড় কল্যাণ সংস্থার আয়োজনে 'বজলুর রশীদ প্রীতি প্রমিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২' অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং কাটলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক বজলুর রশীদ।

এ টুর্নামেন্টে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোস্তাফিজুর রহমান ফিজু এমপি মহিলা দল দিনাজপুর ও লারমনিরহাট জেলা মহিলা দল অংশগ্রহণ করে। খেলার মাঠ হাজারো দর্শকে পরিপূর্ণ ছিল। সীমান্ত এলাকায় এমন আয়োজনকে সাধুবাদ জানান এলাকার খেলাপ্রেমিক ও সচেতনমহল।

খেলায় রেফারি ছিলেন ভোলানাথ সরকার। ধারাভাষ্যের দায়িত্ব পালন করেছেন আসাদুজ্জামান আসাদ ও এসকে আরিফ। ম্যাচে ২-০ গোলে বীরমুক্তিযোদ্ধা মরহুম মোস্তাফিজুর রহমান ফিজু এমপি মহিলা দল দিনাজপুর চাম্পিয়ন হয়। এ দুটি দলে জাতীয় দলে খেলে এমন ৬ জন খেলোয়াড় খেলেছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –