• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

উন্নত বিশ্বের কাতারে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- মাহমুদ আলী এমপি

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২১  

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ প্রায় করেই ফেলেছেন, মেট্রোরেলেরও কাজ শেষের পথে। বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে এগিয়ে যাচ্ছে। তিনি সমাজসেবামূলক কাজের অংশ হিসেবে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা চালু করেছেন।’

শনিবার সকাল ১১টায় অফিসার্স ক্লাবে চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সমাজসেবা অফিসের বাস্তবায়নে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি এসব কথা বলেন।

মাহমুদ আলী আরো বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য নেতৃত্বে করোনার মধ্যেও থেমে নেই দেশের উন্নয়ন কর্মকাণ্ড। গোটা বিশ্বের উন্নত দেশগুলো যখন করোনা মোকাবিলায় বিপর্যস্ত, তখন বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণের সুনাম বিশ্বে প্রশংসনীয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মো. মইনুল ইসলাম, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –