• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: ডালিয়া

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২  

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলী লীগ প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন, উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন মানুষ। তারা উন্নয়ন চান। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।

শুক্রবার সন্ধ্যায় রংপুর নগর আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাকে দলীয় প্রতীক দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের হয়তো চেয়ার নিয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দল নিয়ে নয়। আমরা সবাই বঙ্গবন্ধুর সৈনিক, সবাই নৌকার হয়ে কাজ করবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কায়সার রাশেদ খান শরীফ, আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশীদ, নিধুরাম অধিকারী, প্রমুখ।

৭ নভেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফশিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন ২৯ নভেম্বর, বাছাই ১ ডিসেম্বর, প্রত্যাহার শেষ ৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর ও ভোট ২৭ ডিসেম্বর।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –