• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

উপজেলাতেও নেতৃত্বশূন্য বিএনপি

প্রকাশিত: ২০ জুন ২০২১  

বিএনপির কেন্দ্রীয় নেতাদের কোন্দল এরই মধ্যে প্রকাশ্যে এসেছে। এবার কেন্দ্রীয় নেতাদের মধ্যকার কোন্দল ছড়িয়ে পড়ছে তৃণমূল বিএনপিতেও। জেলা কমিটিগুলোর মতো দেশজুড়ে উপজেলা কমিটিও রয়েছে বিশৃঙ্খল অবস্থায়।

দলীয় সূত্র মতে, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের পর তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সারাদেশে কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়। সেই ঘোষণার দুই বছর পার হলেও পুনর্গঠন প্রক্রিয়ার সিকিভাগও শেষ হয়নি। কোন্দল আগের মতোই রয়েছে, বরং কোনো কোনো ক্ষেত্রে তৃণমূল বিএনপিতে বিভক্তি আরো বেড়েছে।

জাতীয় সংসদের বিভিন্ন আসনের উপ-নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনেও এর ছাপ পড়ছে। সর্বশেষ ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদের পাশে দলের তেমন কাউকে দেখা যায়নি।

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনেও বিএনপির ভঙ্গুর দশা দৃশ্যমান হয়েছে দেশবাসীর সামনে। বিক্ষুব্ধদের লাগাতার কর্মসূচিতে কোণঠাসা হয়ে পড়েন দলের মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের কেন্দ্রীয় নেতাদের এমন দ্বিমুখী আচরণের প্রভাব পড়েছে সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ের কমিটিগুলোতেও। এখন পর্যন্ত কোনো জেলার পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। যেসব জেলায় দীর্ঘদিন ধরে কোন্দল চলছে, সেসব এলাকায় কমিটি গঠনের কার্যক্রমই শুরু করতে পারেনি দলের হাইকমান্ড।

তাদের মতে, জেলা কমিটির পাশাপাশি অনেক উপজেলা কমিটিও নেতৃত্বশূন্য। সেসব উপজেলায় দীর্ঘদিন কমিটি নেই। আর নেতৃত্বের অভাবে তৃণমূল বিএনপি দুর্বল হয়ে পড়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –