• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

উলিপুরে আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব

প্রকাশিত: ৩০ জুন ২০২১  

কুড়িগ্রামের উলিপুরে আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার (২৯ জুন) মধ্যরাতে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

এদের একজনের নাম মিনহাজুল ইসলাম (২১) ও অপরজন আব্দুল কাদের সালমান। তারা আনসার আল ইসলাম নামে একটি সংগঠনের সঙ্গে জড়িত।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতেও অভিযান চালিয়ে উপজেলার নারিকেল বাড়ি গ্রাম থেকে মিনহাজুল ইসলামকে ও উলিপুর থেকে আব্দুল কাদের সালমানকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে আনসার আল ইসলাম নামক সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

র‌্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা মাহমুদ দুই যুবককে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –