• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

এক সপ্তাহের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩  

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা। গত সপ্তাহে শুক্রবার প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ টাকা দরে। সপ্তাহ শেষ হতেই শুক্রবার বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। পেঁয়াজ বিক্রেতারা জানান, ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় কমেছে দাম। 

মো. সোবহান মিয়া নামে এক ক্রেতা বলেন, এক সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা দরে কিনেছিলাম। শুক্রবার কিনলাম ২০ টাকা কেজি দরে।  

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা তাহের আলী জানান, গত সপ্তাহে ভারতীয় ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি করেছি কেজিপ্রতি ২৫ টাকা দরে। আমদানি বাড়ায় ভারতীয় পেঁয়াজের দাম কমেছে। আজ বিক্রি করছি ২০ টাকা দরে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –