• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

এডিপির অর্থায়নে নবাবগঞ্জে গবাদীপশুর ভ্যাকসিন প্রদান

প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯  

দিনাজপুরের নবাবগঞ্জে এডিপির অর্থায়নে গবাদিপশুর মাঝে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দাউদপুর ইউনিয়নের মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

বিনামূল্যে ভ্যাকসিন প্রদানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার প্রাণি সম্পাদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহিদ । এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসিরুল ইসলাম , ৭নং দাউদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুলাহেল আজিম , উপজেলা প্রসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান , সহ সভাপতি সঞ্জয় রায়  উপস্থিত ছিলেন । উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান এডিপির অর্থায়নে  ভ্যাকসিন  প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে দেওয়া হবে। এর কারণে উপজেলার প্রাণি  সম্পদের উন্নয়ন হবে।

এলাকার পশু পালনের সাথে জড়িত থাকা ব্যক্তিরা জানিয়েছেন বিনামূল্যে ভ্যাকসিন পাওয়ায় তারা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।  

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –