• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

এমবাপ্পেকে খুনের হুমকি!

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২  

পিএসজির ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল এক শিশুকে অনলাইনে নিগ্রহ করার প্রতিবাদ জানিয়ে টুইটারে পোস্ট করেছিলেন এমবাপ্পে। সে ঘটনার পরই তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এমবাপ্পের বেড়ে ওঠার শহর বন্ডিতে তার বিশাল এক ভাস্কর্য আছে।  সেই ভাস্কর্যে একটি গ্রাফিতি একে লেখা হয়েছে, 'এমবাপ্পে, তোমার দিন ঘনিয়ে এসেছে!'

'লে প্যারিসিয়েন' জানিয়েছে, কামিলে নামের এক ছোট্ট মেয়ে এমবাপ্পের প্রতি ভালোবাসা জানিয়ে সোশ্যাল সাইটে ভিডিও প্রকাশ করে। দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত মেয়েটি ভিডিওতে এমবাপ্পেকে তার পছন্দের ক্লাব পিএসজিতে থেকে যাওয়ার অনুরোধ জানিয়ে বলেছে, 'প্যারিস ও ফ্রান্সে আমার মতো লাখো সমর্থক আছে, যারা আপনাকে অনেক ভালোবাসে। দয়া করে প্যারিস সেন্ট জার্মেইয়ে থেকে যান এবং আরও বহুদিন আমাদের স্বপ্ন দেখান। আশা করি পিএসজি ও ফ্রান্স দলে দারুণ একটি বছর কাটাবেন।'

অবিশ্বাস্য হলেও সত্য, ছোট্ট শিশুটির এই বার্তাও পছন্দ হয়নি অনেকের! তারা সেই ভিডিওর কমেন্টবক্সে কটুক্তি শুরু করে। বিষয়টি দ্রুতই এমবাপ্পের নজরে আসে। তিনি টুইটারে লিখেন, 'আমার ছোট্ট কামিলে, তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা। যেভাবে লড়ে যাচ্ছ, লড়ে যাও। তুমি আমাদের জীবন নিয়ে শিক্ষা দিচ্ছ। একটি শিশুর প্রতি এমন বিদ্বেষপূর্ণ মন্তব্য... আমরা তো তলানিতে পৌঁছে যাচ্ছি, আমাদের বিবেক জাগ্রত হোক।'

এরপরেই ২৩ বছর বয়সী বিশ্বকাপজয়ী তারকার ওপর হামলে পড়ে কটুক্তিকারীরা। শুধু সোশ্যাল সাইটেই নয়, এমবাপ্পের ভাস্কর্যে কেউ হত্যার হুমকি সংবলিত বার্তা লিখে যায়। আবার অনেকে এর পেছনে রাজনৈতিক কারণ দেখছে। চলতি মাসের শেষে অনুষ্ঠিতব্য বন্ডির মেয়র নির্বাচনের প্রার্থী হয়েছেন সিলভাইন থমাসিন। গত কিছুদিন থমাসিনকে বেশ কয়েকবার এমবাপ্পের সঙ্গে দেখা দেখা গেছে। এর আগে থমাসিনকেও এভাবে ভাস্কর্যে লিখে হুমকি দেওয়া হয়েছিল।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –