• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ওমরাহ শেষ করতে হবে ৩ ঘণ্টায়

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০  

মক্কায় পুনরায় শুরু হওয়া ওমরাহ পালনের জন্য মাত্র ৩ ঘণ্টা সময় দেবে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে ওমরাহ শুরু ও শেষ করতে হবে হাজিদের। বৃহস্পতিবার রাতে সৌদি গণমাধ্যম আরব নিউজ এ তথ্য নিশ্চিত করে।

করোনার কারণে প্রায় সাত মাস বন্ধ থাকার পর আগামী ৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের সুযোগ দিতে চলছে সৌদি আরব। প্রথম দফায় সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশিরা অনুমতি পাবেন।

প্রথম দফায় এক দিনের ছয়টি ভিন্ন সময়ে ছয় হাজার হাজি ওমরাহ পালন করতে পারবেন। প্রতি ভাগে এক হাজার হাজিকে তিন ঘণ্টার জন্য ওমরাহ পালনের সুযোগ দেয়া হবে। প্রথম স্তরে কেবল সৌদিতে অবস্থানরত ব্যক্তিরা ওমরাহে অংশগ্রহণ করতে পারবে। সাধারণ ধারণ ক্ষমতার ৩০ ভাগ তথা ‍ছয় হাজার লোক প্রতিদিন ওমরাহ আদায়ের সুযোগ পাবে। 

আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া দ্বিতীয় স্তরে ৭৫ ভাগ তথা ১৫ হাজার লোক ওমরাহ ও ৪০ হাজার লোক নামাজ আদায়ে অংশ নিতে পারবে। এরপর এক নভেম্বর থেকে ২০ হাজার লোক ওমরাহ ও ৬০ হাজার লোক নামাজ আদায়ে অংশ নিতে পারবে।

জানা গেছে, সৌদি আরবের বাইরে থেকে গিয়ে ওমরাহ পালনের অনুমতি পাওয়া যাবে পরের ধাপগুলোতে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –