• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

কঠোর লকডাউনেও কোচিং সেন্টার খোলা, ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২ জুলাই ২০২১  

দিনাজপুরের বিরামপুর শহরে চলমান কঠোর লকডাউনেও কোচিং সেন্টার খোলা রেখে ক্লাস পরিচালনা করার অপরাধে ‘হোসেন আলী সরকার মেমোরিয়াল স্কুল’ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের কৃষ্টচাঁদপুর এলাকার ওই প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পরিমল কুমার সরকার। অভিযানকালে ঘটনায় সত্যতা প্রমাণ মিললে শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, ‘সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। সরকারি বিধি ভেঙে ওই প্রতিষ্ঠানটির একটি কক্ষে শিক্ষকরা কোচিং সেন্টারটিতে বেশকিছু শিক্ষার্থী নিয়ে পড়াচ্ছিলেন। এ ঘটনায় বিরামপুর থানা পুলিশের সহায়তা নিয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, পরবর্তী সময়ে সরকারের কোনো আইনবিরোধী কাজ না করতে প্রতিষ্ঠানটির পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –