• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

করোনা অর্থনীতি ও জীবনযাত্রার ওপর প্রভাব ফেলবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২  

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধসমূহ  অর্থনীতি ও জীবনযাত্রার ওপর খুব বেশি প্রভাব ফেলবে না।

রোববার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, করোনা নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি, ততটা ভয়াবহ হবে না। অতীতে যেভাবে মোকাবিলা করেছি, এবারও সেভাবে মোকাবিলা করতে  পারব।

গতকাল এক অনুষ্ঠানে এফবিসিসিআই এর জেলা পর্যায়ের সদস্যদের কর ও প্রণোদনা পাওয়ার বিষয়ে বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এসব বিষয়ে তারা যদি লিখিতভাবে জানায় তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিন বৈঠকে ১ হাজার ২২ কোটি টাকার ৫টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে আগামী ১৪ এপ্রিল থেকে ৯ অক্টোবর নেদারল্যান্ডে অনুষ্ঠেয় সপ্তম ‘ইন্টারন্যাশনাল হর্টিকালচার এক্সিবিশন এক্সপো ২০২২’-এ বাংলাদেশ প্যাভিলিয়ন নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি।

ক্রয় কমিটিতে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মা নদীর তীর রক্ষা প্রকল্পের প্যাকেজের নির্মাণ কাজের ভেরিয়েশন বাবদ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত ২৪৯ কোটি ১ লাখ ৫৩ হাজার ৭৯১ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এছাড়া সড়ক ও জনপথ অধিদফতরের শরীয়তপুর-জাজিরা-নওডোবা (পদ্মাসেতু সংযোগ সড়ক) উন্নয়ন প্রকল্পের পূর্ত কাজ এম/এস সালেহ আহমেদের কাছ থেকে ১২৪ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৫৫৯ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

সেই সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৬৪০ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার ৮৪৫ টাকা এবং খাদ্য অধিদফতরের অতিরিক্ত ৭ কোটি ৬৮ লাখ ২০ হাজার ৭০০ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –