• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

করোনা: দিনাজপুরে সাবেক সেনা সদস্যের মৃত্যু

প্রকাশিত: ১২ জুলাই ২০২০  

দিনাজপুরের বিরামপুর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আনিছুর রহমান মিনু (৫৫) নামে এক সাবেক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মিনু এবং তার স্ত্রীর শরীরে করোনা ধরা পড়ে। এই প্রথম উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তি মারা গেলেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৮টায় শ্বাসকষ্ট নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার সময় তার মৃত্যু হয়। আনিসুর রহমান উপজেলার একইর মঙ্গলপুর গ্রামের মৃত আবদুর রউফের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদি।

তিনি বলেন, গত ৮ জুলাই করোনা উপসর্গ দেখা দেওয়ায় আনিসুর রহমানের নমুনা সংগ্রহ করা হয়। সংগ্রহকৃত নমুনা গত ১০ জুলাই দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবের পরীক্ষার পর করোনা পজিটিভ পাওয়া যায়। আজ সন্ধ্যায় তার শ্বাসকষ্ট বেড়ে গেলে অ্যাম্বুলেন্স যোগে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফুলবাড়ী উপজেলায় মৃত্যু হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –